¡Sorpréndeme!

‘জাপানে চাকরি করেই ব্যবসা শিখেছি’ || jagonews24.com

2021-06-15 1 Dailymotion

এম জে অটো জাপান লিমিটেড কোম্পানির কর্ণধার সোহেল চৌধুরী বলেছেন, যেসব বাংলাদেশি ব্যবসা করতে চান তারা যেন সেই প্রতিষ্ঠানেই কাজ করে। পছন্দের প্রতিষ্ঠানে চাকরি করলেই সফল ব্যবসায়ী হওয়া সম্ভব বলে আমি মনে করি। কমপক্ষে তিন থেকে চার বছর চাকরি করলেই কিছুটা হলেও অভিজ্ঞতা সঞ্চার করা যায়। পরবর্তিতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেও কিছু করা যায়।

তিনি বলেন, অর্থ থাকলেই ব্যবসা করা সম্ভব নয়। ব্যবসা করার জন্য সংশ্লিষ্ট পেশায় জড়িত থাকতে হবে। তবেই সফলতা ধরা দেবে বলে। আমি মূলত জাপানি গাড়িগুলো বাংলাদেশসহ কয়েকটা দেশে এক্সপোর্ট করে থাকি। বাংলাদেশে ৮০ শতাংশ গাড়িই আমার মাধ্যমে যায়।

নিউজটি পড়তে ক্লিক করুন-https://bit.ly/2DzstaN